হোম > সারা দেশ > কুষ্টিয়া

ট্রাকের চাপায় দুই পা হারালেন যুবক

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় ড্রাম ট্রাকের ধাক্কায় চাকার নিচে পড়ে দুই পা হারালেন শাহরিয়ার রহমান নোমান (৩০) নামে এক যুবক। আজ রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটে এ দুর্ঘটনা ঘটে। আহত যুবক উপজেলার মোকারিমপুর ইউনিয়নের খেমিরদিয়ার গ্রামের মো. মজনুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতাল সড়ক দিয়ে শাহরিয়ার রহমান নোমান নামে যুবক মোটরসাইকেল নিয়ে ভেড়ামারা শহরে আসছিলেন।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটে পৌঁছাতেই পেছন দিক থেকে তাঁকে একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে শাহরিয়ার রহমান নোমান সড়কে ছিটকে পড়ে। সে সময় ড্রাম ট্রাকের চাকা তাঁর দুই পায়ের ওপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

তার দুটি পায়ের হাড় টুকরো টুকরো হয়ে সম্পূর্ণভাবে থেঁতলে গেছে বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের  চিকিৎসক। 

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ড্রাম ট্রাকটি আটক রয়েছে। চালক পলাতক রয়েছেন। তাঁকে আটক করতে তৎপর রয়েছে পুলিশ। উন্নত চিকিৎসার জন্য আহত নোমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা

হত্যার হুমকি, ৩ মেয়ের দিকে খেয়াল রাখতে বললেন আমির হামজা

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ুমিছিল, কোকোর নাম বিকৃত করায় প্রতিবাদ

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির ভিডিও ভাইরাল, বিতর্ক

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ