হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ২ তদন্ত কমিটি গঠন

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে ইবির আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদের ভাসমান লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার জন্য উপাচার্য একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছেন।

কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন কলা অনুষদের ডিন এমতাজ হোসেন। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট এ টি এম মিজানুর রহমান, লালন শাহ হলের প্রভোস্ট গাজী আরিফুজ্জামান খান, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও সহকারী প্রক্টর খাইরুল ইসলাম।

এদিকে আরেকটি তদন্ত কমিটি করেছে শহীদ জিয়াউর রহমান হল প্রশাসন। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হলের প্রভোস্ট আব্দুল গফুর গাজী। কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন হলের আবাসিক শিক্ষক আ হ ম নুরুল ইসলাম এবং অন্য সদস্য হলেন সহকারী প্রক্টর মো. আব্দুল বারী।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুকুর থেকে সাজিদকে উদ্ধার করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র থেকে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ