হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুমারখালীতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে নির্মাণাধীন ভবনে মোটরের পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রিয়াদ মাহমুদ শুভ (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত ছাত্র ওই গ্রামের পুলিশ সদস্য মুক্তার হোসেনের ছেলে এবং কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুভর বাবা একজন পুলিশ সদস্য। তিনি রূপসা থানায় কর্মরত আছেন। তাঁদের আসল বাড়ি জেলার খোকসা উপজেলার গোপক গ্রামে। সাম্প্রতিক সময়ে তাঁর বাবা কুমারখালীর বাটিকামারা এলাকায় একটি ভবন নির্মাণ করছিলেন। সেই নির্মাণাধীন ভবনে শুভ আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে পানি দিতে গিয়েছিল। এ সময় শুভ বিদ্যুতায়িত হলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, নির্মাণাধীন ভবনে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা