হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ইবি প্রতিনিধি 

ইবি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শুক্রবার বিকেলে ইবি ক্যাম্পাসের প্রধান ফটকে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। আহত শিক্ষার্থী মুশিউর রহমান ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘ঝিনাইদহের আরাপপুরে দুর্বৃত্তদের বর্বরোচিত হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।’

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীকে প্রতিপক্ষ ভেবে তাঁর ওপর অস্ত্রশস্ত্রসহ হামলা করে একটি পক্ষ। তাঁর হাঁটুর নিচে ধারালো চাপাতি দিয়ে আঘাত করা হয়। এ সময় এক পথচারী তাঁকে আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা