হোম > সারা দেশ > কুষ্টিয়া

লুটপাটের পর এবার আ.লীগ নেতার দোকানে ঝোলানো হলো ১০ তালা 

কুষ্টিয়া প্রতিনিধি

গত ৫ আগস্ট সরকার পতনের পর কুষ্টিয়া কুমারখালীর এক আওয়ামী লীগ নেতার দোকান ভাঙচুর করে প্রায় ৯০ লাখ টাকার গার্মেন্টস মালামাল লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার এক মাস পরে আবারও গতকাল বুধবার সন্ধ্যায় দোকানের তালা ভেঙে নতুন করে ১০টি তালা লাগানোর অভিযোগ উঠেছে আব্দুল মজিদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

কুমারখালী পৌরসভার সোনাবন্ধু সড়কে অবস্থিত সোনালী হস্তশিল্প নামের ওই দোকানটির মালিক মো. জসিম উদ্দিন। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ঘটনায় তাঁর স্ত্রী কুমারখালী থানায় অভিযোগ দায়ের করেছেন।

জসিম উদ্দিন বলেন, ২০১৭ সালে ২০ লাখ টাকা দিয়ে সিরাজুন্নাহার নামে একজনের কাছ থেকে ১ দশমিক ৬১ শতাংশ জমি কিনে তিনি দোকান তৈরি করা হয়। ওই জমির পজিশন দাবি করে নন্দলালপুর ইউনিয়নের পুরোনো চড়াইকোল এলাকার আব্দুল মজিদ আদালতে মামলা করেন। মামলাটি চলমান রয়েছে। মামলা চলমান অবস্থায় জোরপূর্বক দখলের উদ্দেশ্যে গতকাল বুধবার সন্ধ্যায় মজিদ দোকানের তালা ভেঙে ১০টি নতুন তালা লাগিয়েছে। গতকাল রাতেই তাঁর স্ত্রী সোনালী আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

নাম প্রকাশ না করা শর্তে একজন দোকানি বলেন, কুমারখালীর বড় দোকানগুলোর একটি সোনালী হস্তশিল্প। দোকানের জমি নিয়ে ঝামেলা আছে। গতকাল মজিদ পেশকার পুরোনো তালা ভেঙে নতুন করে তালা লাগিয়েছে। আর ৫ আগস্ট ব্যাপক লুটপাট করেছে দুর্বৃত্তরা।

তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি অভিযুক্ত আব্দুল মজিদ নামে ওই ব্যক্তি।

কুমারখালী পৌর বণিক সমিতির সভাপতি কে আলম টমে বলেন, আওয়ামী লীগপন্থী হওয়ায় ৫ আগস্ট দুর্বৃত্তরা দোকানটিতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। তবে দোকানটির জমি ও পজিশন মালিকানা নিয়ে আইনি জটিলতা রয়েছে।

তালা ভাঙার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা

হত্যার হুমকি, ৩ মেয়ের দিকে খেয়াল রাখতে বললেন আমির হামজা

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ুমিছিল, কোকোর নাম বিকৃত করায় প্রতিবাদ

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির ভিডিও ভাইরাল, বিতর্ক

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ