হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইউক্রেনের সমুদ্রসীমানায় আটকে পড়েছে ছেলে, উদ্বেগ–দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

ইউক্রেনের অলিভিয়া বন্দরে অবস্থানরত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলার ঘটনায় আটকে পড়া জীবিত ২৮ জনের মধ্যে একজন ফয়সাল আহমেদ সেতু। তাঁর বর্তমান অবস্থান নিয়ে দুশ্চিন্তায় আছে পরিবারের সদস্যরা। 

সেতুর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নে। তিনি ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান ফারুক বিশ্বাসের ছোট ছেলে। 

সেতুর মা টলি খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘জানি না সেখানকার অবস্থা কেমন। সেতু যখন যোগাযোগ করছে, তখনই অল্প কয়েক মিনিট কথা হয়েছে ফেসবুক মেসেঞ্জারে। আমরা খুব ভয়ে আছি আমাদের ছেলের নিরাপত্তা নিয়ে। আল্লাহ যেন আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেয়।’ 

জাহাজ এমভি ‘বাংলার সমৃদ্ধি’তে হামলার ঘটনায় আটকে পড়া ২৯ সদস্যের মধ্যে গোলাবারুদের আঘাতে মৃত্যু হয়েছে একজনের। গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে জাহাজটিতে হামলা হয়। এতে নিহত হন ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

ফয়সাল আহমেদ সেতুর সঙ্গে আজ বৃহস্পতিবার দুপুরে ফেসবুক মেসেঞ্জারে কথা বলার সুযোগ হয় এই প্রতিনিধির। তিনি বলেন, ‘এখনো পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে তাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এদিকে জাহাজটিতে যে পরিমাণ খাবার মজুত আছে, তা অল্প কয়েক দিনে শেষ হয়ে যাবে।’ 

এদিকে সেতুর মা টলি খাতুনের একমাত্র চাওয়া, ‘যত দ্রুত সম্ভব আমার ছেলেসহ সবাইকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হোক।’

জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা

হত্যার হুমকি, ৩ মেয়ের দিকে খেয়াল রাখতে বললেন আমির হামজা

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ুমিছিল, কোকোর নাম বিকৃত করায় প্রতিবাদ

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির ভিডিও ভাইরাল, বিতর্ক

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ