হোম > সারা দেশ > কুষ্টিয়া

অস্ত্রের মুখে আ.লীগ নেতার খামারের ৭টি গরু নিয়ে গেল দুর্বৃত্তরা

কুষ্টিয়া প্রতিনিধি

অস্ত্রের মুখে কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ নেতার খামার থেকে সাতটি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার ব্যাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

খামারের মালিক সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আক্তারুজ্জামান মিঠু। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের খালাতো ভাইয়ের ছেলে। গত ৫ আগস্ট সরকার পতনের পর গ্রেপ্তার আতঙ্কে সপ্তাহ দু-এক আগে তিনি গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। 

এদিকে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ এই প্রতিবেদকের হাতে এসেছে। এতে দেখা যায়, সংঘবদ্ধ দলটি খামারের সামনে রাখা ট্রাকে গরুগুলোকে তুলতে ব্যস্ত থাকতে দেখা গেছে। এ সময় নিচে থাকা চারজন একে অপরের সঙ্গে কথা বলছিলেন। আর কয়েকজনকে ট্রাকের ওপরে দেখা গেছে। নিচে যারা ছিল তাদের কয়েকজনের মাথায় গামছা ও পরনে হাফপ্যান্ট ছিল। তাদের ভেতর একজন বাদে বাকি সবাই খালি গায়ে ছিল। 

খামারের দায়িত্বে থাকা ষাটোর্ধ্ব মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘রাত আনুমানিক ৩টার দিকে ৮ থেকে ১০ জন লোক খামারের ভেতর প্রবেশ করে। কিছু বলার আগেই তারা অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের হাত, পা ও চোখ বেঁধে ফেলে। তাদের একজনকে ফোনে খামারের সামনে ট্রাক আনার বলার কথা শুনতে পাই।’ 

‘এরপর ট্রাকে গরুগুলো তুলে নিয়ে চলে যাওয়ার সময় আমার মোবাইল ফোনটাও নিয়ে যায় তারা। পরে হাত-পা খুলে খোঁজ নিয়ে দেখলাম, খামারে সাতটি গরু নেই। তখন দৌড়ে বাড়ি গিয়ে ছেলের কাছে কয়টা বাজে জিজ্ঞাসা করলে সে জানায়, ভোর ৪টা। এক ঘণ্টার ভেতর সংঘবদ্ধ দলটি গরুগুলো নিয়ে চলে যায়। দুই যুগ ধরে এই খামারে কাজ করছি।’ তবে যারা এসেছিল তাদের কাউকে চিনতে পারেন নাই বলে জানান মোস্তফা। 

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ভোররাতে সাতটি গরু খুলে নিয়ে গেছে এমন সংবাদ পেয়েছি। অপরাধীদের আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ। কোন ক্লু না পাওয়া পর্যন্ত কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না।’

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

কুষ্টিয়ায় হেলমেটধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, আহত ২

শিক্ষকেরা আন্দোলনে, শিক্ষার্থীদের পরীক্ষা নিলেন অভিভাবকেরা

কুষ্টিয়ায় পুকুরে মিলল বৃদ্ধার গলা ও হাত-পা বাঁধা লাশ

কুষ্টিয়া সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

কুষ্টিয়ায় যুবককে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২

কুষ্টিয়া সীমান্তে যুবককে পায়ের রগ কেটে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত: মাদকের সঙ্গে আসছে অস্ত্রও

শিকলে বাঁধা কিশোর শান্ত, দেখতে গেলেন কুষ্টিয়ার ডিসি

মুখ পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার