হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় প্রতিমা ভাঙচুরের পর যুবক আটক, কথাবার্তা অসংলগ্ন

কুষ্টিয়া প্রতিনিধি

কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার একটি কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের উত্তর মাগুরা মহাশ্মশান কালীমন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা হাতেনাতে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশের দাবি, আটক যুবক নিজের নাম আলী নুর (২৪) এবং বাবার নাম রবিউল ইসলাম পরিচয় দিলেও পরে একাধিকবার ভিন্ন ভিন্ন পরিচয় দিয়েছে। স্থানীয় পাটিকাবাড়ী ক্যাম্প ইনচার্জ এস আই নুরনবী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী মাধব সাহা ও পলাশ সাহা জানান, তাঁরা মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পান, ওই যুবক বাঁশের লাঠি দিয়ে কালীমন্দিরের গ্রিলের মধ্যে ঢুকে প্রতিমাগুলো ভাঙচুর করছে। তাঁরা মোবাইল ক্যামেরায় ভিডিও ধারণ করে তাঁকে আটক করেন। এরপর স্থানীয়রা এসে তাঁকে পুলিশে সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবকটি প্রথমে একটি বাঁশের লাঠি দিয়ে কালীপ্রতিমাগুলো গ্রিলের কাছে টেনে আনে, পরে সে হাত, পা, মুখমণ্ডল ভাঙচুর করতে থাকেন।

উত্তর মাগুরা মহাশ্মশান কালীমন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজন কুমার অধিকারী বলেন, ‘এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। আমরা এর তীব্র নিন্দা জানাই। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।’

পাটিকাবাড়ী ক্যাম্প ইনচার্জ এসআই নুরনবী জানান, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং তাঁরা সবার সঙ্গে কথা বলেছেন। আটক যুবকের আচরণ অস্বাভাবিক এবং তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা

হত্যার হুমকি, ৩ মেয়ের দিকে খেয়াল রাখতে বললেন আমির হামজা

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ুমিছিল, কোকোর নাম বিকৃত করায় প্রতিবাদ

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির ভিডিও ভাইরাল, বিতর্ক

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ