কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় ভেড়ামারা-রাইটা সড়কের বাঁকা পুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খন্দকার রুহুল আমিন (৬০) ও মজনু (৬৫)। তাঁদের দুজনের বাড়ি জুনিয়াদহ গ্রামে। এতে আহত হন নিহত মজনুর স্ত্রী হাবিবা খাতুন (৫৫)।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি কাভার্ড ভ্যান রায়টার দিকে যাচ্ছিল। অন্যদিকে ভেড়ামারাগামী সিএনজিচালিত অটোরিকশা বাঁকাপুল নামক স্থানে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী খন্দকার রুহুল আমিন (৬০) নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আহত মজনু ও হাবিবা খাতুনকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মজনু মারা যান। অপর যাত্রী হাবিবা খাতুন চিকিৎসাধীন রয়েছেন। তিনি নিহত মজনুর স্ত্রী।