হোম > সারা দেশ > কুষ্টিয়া

কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ 

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় ভেড়ামারা-রাইটা সড়কের বাঁকা পুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খন্দকার রুহুল আমিন (৬০) ও মজনু (৬৫)। তাঁদের দুজনের বাড়ি জুনিয়াদহ গ্রামে। এতে আহত হন নিহত মজনুর স্ত্রী হাবিবা খাতুন (৫৫)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি কাভার্ড ভ্যান রায়টার দিকে যাচ্ছিল। অন্যদিকে ভেড়ামারাগামী সিএনজিচালিত অটোরিকশা বাঁকাপুল নামক স্থানে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী খন্দকার রুহুল আমিন (৬০) নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আহত মজনু ও হাবিবা খাতুনকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মজনু মারা যান। অপর যাত্রী হাবিবা খাতুন চিকিৎসাধীন রয়েছেন। তিনি নিহত মজনুর স্ত্রী।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘সকালে রাস্তায় ঘন কুয়াশা ছিল। বাঁকাপুলে কাভার্ড ভ্যান, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ