কুষ্টিয়ায় এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেনসিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল) ও কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে প্রবেশ নিষিদ্ধ করে নোটিশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে পরীক্ষার হলে গিয়ে এমন নোটিশ দেখতে পেয়ে হতভম্ব হয়ে পড়েন পরীক্ষার্থী-অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ পরীক্ষাকেন্দ্রে।
এদিকে নোটিশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে শুরু হয় সমালোচনা। তবে টাইপিংয়ে বিভ্রাটের কারণে এমন ভুল হয়েছে বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ।
কয়েকজন পরীক্ষার্থী ও অভিভাবক জানান, সকালে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে এই ধরনের নোটিশ দেখে তাঁরা হতভম্ব হয়ে গিয়েছিলেন। কলেজ কর্তৃপক্ষের অবহেলার কারণে এমন ঘটনা ঘটেছে বলে তাঁরা মনে করেন।
জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, ‘নোটিশটি ভুলবশত দেওয়া হয়েছিল। কম্পোজে ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হলে নোটিশ সরানো হয়। পরীক্ষার হলে কী কী নিয়ে আসা যাবে, কী কী আনা যাবে না, সেটা প্রত্যেক পরীক্ষার্থী জানে। এখানে আমাদের নির্দেশনা দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ না।’
এ বছর যশোর বোর্ডের অধীনে কুষ্টিয়ায় ৩৯টি কেন্দ্রে ২০ হাজার ৪৬৬ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।