হোম > সারা দেশ > কুষ্টিয়া

ভেড়ামারায় আ.লীগ নেতা হত্যায় জাসদ নেতাসহ ২০ জনের নামে মামলা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ নেতা সিদ্দিক মণ্ডলকে গুলি করে হত্যার ঘটনায় জাসদের কেন্দ্রীয় নেতা ও চেয়ারম্যানসহ ২০ জনের নামে মামলা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় নিহতের ছোট ভাই এনামুল হক মণ্ডল বাদী হয়ে ভেড়ামারা থানায় মামলাটি করেন। 

জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল আলীম স্বপন এবং তাঁর ছোট ভাই চাঁদগ্রাম ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুল হাফিজ তপনসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনের নামে মামলা করা হয়েছে। 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান। 

ওসি বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে নিহতের ছোট ভাই এনামুল বাদী হয়ে মামলা দিয়েছেন। শিগগিরই সব আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হবে।’ 

মামলার বিষয়ে চাঁদগ্রাম ইউপি সদস্য ও বাদী এনামুল হক বলেন, ‘মামলা নিতে পুলিশের কোনো গড়িমসি ছিল না। আমরাই দরখাস্ত দিতে দেরি করেছি। আহতদের হাসপাতালে চিকিৎসা ও নিহতের মরদেহ দাফন-কাফনসহ আত্মীয়স্বজন ও নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করা হয়। এ জন্য থানায় দরখাস্ত জমা দিতে কিছুটা দেরি হয়েছে।’ 

উল্লেখ্য, গত শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার চাঁদগ্রামে প্রতিপক্ষের গুলিতে নিহত হন আওয়ামী লীগের নেতা সিদ্দিকুর। তিনি ওই গ্রামের ওমর আলী মণ্ডলের ছেলে এবং ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হামলায় তিনজন গুলিবিদ্ধ হন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় নিহত সিদ্দিকুরের ভাই বাদশা মণ্ডলের পায়ের রগ কেটে যাওয়ায় তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ