হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুরে প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগ, আহত অন্তত ১৫ 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বিবদমান বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ১৫ জন অগ্নিদগ্ধ ও আহত হয়েছেন। এ সময় অন্তত ৫টি বাড়িতে অগ্নিসংযোগ করে গবাদিপশু, আসবাবপত্র ও সম্পদ লুটের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার চিলমারী ইউনিয়নের দুর্গম চিলমারীর চর বাজার সংলগ্ন উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধসহ আহত ৮ জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে এবং বাকিরা দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভর্তি হওয়া ব্যক্তিরা হলেন সাগর মণ্ডল (২৫), দিনা মণ্ডল (৭০), ফারুক মণ্ডল (২২), নাসির (১৮), আনিসুর রহমান (৪০), নুরী (৭০), ফজল মণ্ডল (৫২) ও আশরাফুল (৩৫)।

প্রত্যক্ষদর্শী স্কুলশিক্ষক ইকবাল হোসেন ও স্থানীয়রা জানান, দৌলতপুর উপজেলার চিলমারীর চরের শিকদার ও মণ্ডলের মধ্যে বিরোধ ছিল। দুই পক্ষের মধ্যে আগেও কয়েক দফা হামলা ও বেশ কয়েকটি মামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েনও রয়েছে।

ওই বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার বিকেলে শিকদার পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মণ্ডল পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় তারা বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করে। আগুনে ইকবাল মণ্ডল, মোজাম্মেল মণ্ডল, জহুরুল মণ্ডল ও রানা মণ্ডলসহ ৫ জনের বাড়ি পুড়ে গেছে।

হামলা ও অগ্নিসংযোগের খবর পেয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

হামলার ঘটনার বিষয়ে চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রকৌশলী আবদুল মান্নান জানান, চলমান বিরোধের জেরে শিকদার পক্ষের লোকজনের হামলা, মারপিট ও অগ্নিসংযোগ করেছে। এতে অগ্নিদগ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা ৫-৬টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ও সার্কেল স্যার ঘটনাস্থলে আছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার ৪টি আসন: ভোটার টানতে মরিয়া দুই দল

কুষ্টিয়ায় যুবককে গুলির পর কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

ঋণের টাকা শোধ না করায় গুলি করে হত্যা করা হয় রফিককে, গ্রেপ্তার ১

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার