হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় যুবকের পেটের ভেতর থেকে বের হলো প্রায় দেড় হাজার ইয়াবা 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পেটের ভেতরে করে ইয়াবা বড়ি পাচারের সময় সুজাত আলী (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া ব্রিজ এলাকা থেকে সুজাতকে আটক করা হয়। গ্রেপ্তারের পর সুজাতকে ওষুধ খাইয়ে টয়লেট করিয়ে তার পেট থেকে ১ হাজর ৪৫৭টি ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। আটক সুজাত আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেরপুর গ্রামের বারেক আলীর ছেলে।

জানতে চাইলে ওসি রফিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার উপপরিদর্শক জামাল মৃধার নেতৃত্বে পুলিশের একটি দল মিরপুরের গোবিন্দগুনিয়া ব্রিজের কাছে অভিযান পরিচালনা করেন। অভিযানে সন্দেহভাজন সুজাতকে আটক করা হয়। কিন্তু আটকের পর তার দেহ তল্লাশি করে কোনো কিছু পাওয়া যায় না। কিন্তু সুজাতের আচার-আচরণ এবং সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে থানায় নেওয়া হয়।

থানায় এনে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সুজাত তার পেটের মধ্যে ইয়াবা বড়ি আছে স্বীকার করে। এ সময় চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ খাইয়ে সুজাতকে টয়লেট করালে বিশেষভাবে প্যাকেট করে রাখা ৪৫টি পুটলির মধ্যে ১ হাজার ৪৫৭ পিচ ইয়াবা বড়ি বের করা করা হয়। পরে মিরপুর থানায় সুজাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ওসি রফিকুল ইসলাম আরও জানান, সুজাত কক্সবাজার থেকে এসব ইয়াবা বড়ি বিশেষ প্রক্রিয়ায় পেটের ভেতর নিয়ে কুষ্টিয়ায় এসেছিল।

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা