কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার চককৃষ্ণপুর গ্রামে এ সংঘর্ষকালে বাড়িঘর ভাঙচুর, লুটপাট, একটি মাইক্রোবাসে অগ্নিসংযোগ ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার সানজিদ হোসেন ও আব্দুল জাব্বারের পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় সানজিদের সদ্য কেনা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় তাঁর তিনটি মোটরসাইকেল। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়ভাবে জানা গেছে, জাব্বার বিএনপির কর্মী আকবর আলীর ছেলে এবং সানজিদ আওয়ামী লীগের সমর্থক সাদমান হোসেনের ছেলে।
সানজিদ বলেন, ‘আব্দুল জাব্বার অনেক দিন ধরে আমার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় শুক্রবার রাতে তাঁর নেতৃত্বে একদল লোক আমার বাড়িতে হামলা চালান। তাঁরা লুটপাট চালিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেন।’
অন্যদিকে জাব্বার পাল্টা অভিযোগ করেন, ‘চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সানজিদ আমার পরিচিত কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন। পরে কথা না রাখায় শুক্রবার সন্ধ্যায় টাকা ফেরত চাইলে তিনি আমাকে মারধর করেন। এরপর বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজিত লোকজন তাঁর বাড়িতে রাতে হামলা চালান।’
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি একটি মাইক্রোবাসে আগুন দেওয়া ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’