হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় বন্ধ মিলে চাল সংগ্রহের বরাদ্দের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বন্ধ হয়ে যাওয়া শেখ রাইস মিলকে চাল সংগ্রহের বরাদ্দ দেওয়া হয়। ছবি: ফাইল

কুষ্টিয়ায় বন্ধ ও অস্তিত্বহীন মিলে চাল সংগ্রহের বরাদ্দ দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (৭ ডিসেম্বর) পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

আজ সোমবার (৯ ডিসেম্বর) বেলা ২টার দিকে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. আল ওয়াজিউর রহমান।

এর আগে ৬ ডিসেম্বর (শুক্রবার) আজকের পত্রিকার অনলাইনে ‘কুষ্টিয়ায় বন্ধ মিলে চাল সংগ্রহের বরাদ্দ, জানেন না মালিক’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, কুষ্টিয়ায় সরকারিভাবে চাল সংগ্রহ অভিযানে অনিয়মের অভিযোগ উঠেছে। মিরপুর, দৌলতপুরসহ আরও কয়েকটি উপজেলায় অস্তিত্বহীন ও লোকসানের বোঝা মাথায় নিয়ে বন্ধ হয়ে যাওয়া মিলের নামে দেওয়া হয়েছে বরাদ্দ। আবার বরাদ্দের বিষয়ে জানে না অনেক মিলের মালিক। সাধারণ মিলের মালিকদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে খাদ্য বিভাগের কয়েকজন কর্মকর্তা যোগসাজশে দিনের পর দিন চলছে এই অনিয়ম।

কুষ্টিয়া জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. আল ওয়াজিউর রহমান জানান, আজকের পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখতে গত শনিবার (৭ ডিসেম্বর) একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সদর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুল খালেকের নেতৃত্বে পাঁচ সদস্যের এই কমিটি করা হয়েছে। কমিটিকে শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা