হোম > সারা দেশ > কুষ্টিয়া

ভেড়ামারায় খালে ডুবে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু 

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় খালের পানিতে ডুবে মো. ঈশান (২১) নামে পলিটেকনিকের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১টায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের (জি-কে) পদ্মা নদীর মুখে জি-কে চ্যানেলের খালে এ ঘটনা ঘটে। 

ঈশান হোসেন মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের প্রবাসী আরিফ হোসনের ছেলে ও কুষ্টিয়া দর্পন পলিটেকনিকের ইলেকট্রিক বিভাগের সপ্তম পর্বের ছাত্র ছিলেন। 

মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ এসব তথ্য নিশ্চিত করেন। 

স্থানীয়রা জানান, বুধবার ঈশান ফুপুর বাড়ি খেমিরদিয়ার গ্রামে বেড়াতে যান। দুপুর ১টায় ফুপাতো ছোট ভাই রাসেলকে নিয়ে পদ্মা নদীর তীরে তারা বেড়াতে যান। এ সময় রাসেল জিকে প্রকল্পের চ্যানেলের পাড় থেকে পড়ে যান। এ সময় রাসেলকে ওপরে তুলে দিয়ে নিজেই খালের পানিতে পড়ে যান। সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে যান। আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর ঈশানকে খালের পানির নিচ থেকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

খেমিরদিয়ার গ্রামের বাসিন্দা রকিব সরকার বলেন, ‘ছোট ভাই রাসেলকে জিকে চ্যানেলে পড়ে গেলে তাকে বাঁচাতে যায় ঈশান। রাসেলকে ওপরে তুলে দিয়ে একপর্যায়ে সে পানিতে পড়ে ডুবে মারা যায়।’ 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ