হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুর রুটের বাস ধর্মঘট প্রত্যাহার

কুষ্টিয়া প্রতিনিধি

নতুন ট্রিপ নিয়ে বিরোধের জেরে শ্রমিকদের ওপর হামলা ও মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কুষ্টিয়া থেকে খুলনা এবং ফরিদপুর রুটে চলমান বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা শেষে এই সিদ্ধান্ত হয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসকের সভাকক্ষে কুষ্টিয়ার বাস মালিক শ্রমিকদের পাঁচটি সংগঠন নিয়ে গঠিত মালিক শ্রমিক ঐক্য পরিষদ এবং ঝিনাইদহ বাস মালিক এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনা শেষে এই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলমসহ দুই জেলার বাসমালিক এবং শ্রমিক সংগঠনের ১৪ জন করে নেতা-কর্মী অংশ নেন। পরে জেলা প্রশাসকের অনুরোধে রমজান এবং ঈদে ঘরে ফেরা মানুষের দুর্ভোগের কথা ভেবে গত তিন দিনব্যাপী চলমান ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন কুষ্টিয়ার বাসমালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

বাসের অতিরিক্ত ট্রিপ চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহ বাসমালিক এবং শ্রমিক সংগঠনের সঙ্গে কুষ্টিয়ার মালিক এবং শ্রমিক ইউনিয়নের বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে গত বৃহস্পতিবার কালীগঞ্জ বাসস্ট্যান্ডে কুষ্টিয়ার বাস শ্রমিকদের ওপর হামলা-মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে গত শুক্রবার সকাল থেকে কুষ্টিয়া থেকে খুলনা এবং ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়ার মালিক এবং শ্রমিকদের পাঁচটি সংগঠন।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাস ধর্মঘটের বিষয়ে কুষ্টিয়া মালিক-শ্রমিক ঐক্য পরিষদকে নিয়ে আমাদের বৈঠক হয়। আজ বেলা সাড়ে ১১টার দিকে আলোচনা শেষে বাস ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। যেসব বিষয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল, সেগুলো পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।’

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে