হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার হাউজিং এলাকায় শেফালি বিশ্বাস (৫৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। কুষ্টিয়া মডেল থানা-পুলিশ ও সিআইডি পুলিশের কর্মকর্তারা মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে চেষ্টা চালাচ্ছেন।

জানা গেছে, শেফালি বিশ্বাস অবসরপ্রাপ্ত পিডিবির প্রকৌশলী আনন্দ কুমার বিশ্বাসের স্ত্রী। 

শেফালির স্বামী আনন্দ কুমার বিশ্বাস জানান, তারা হাউজিং ডি ব্লকের ২৭৫ নং বাড়ির দ্বিতীয় তলায় থাকে। তার স্ত্রী শেফালী সেখানেই ছিল। চারতলায় নির্মাণকাজ চলছে। সে জন্য তিনি মিস্ত্রিদের সঙ্গে সেখানেই ছিলেন। সন্ধ্যার দিকে বাসায় নেমে তিনি দেখেন শেফালি পড়ে আছে। তার শাড়ি ও শরীর পোড়া এবং শরীরে আঘাতের চিহ্ন। ঘরে রক্ত ও ছাই পড়ে আছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।   

আনন্দ কুমার বিশ্বাস বলেন, ‘আমার মনে হয় ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। নিহতের গলায় ও চোখের ওপরে জখম আছে।’ 

এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নিহতের ভাই দীপক বিশ্বাস বলেন, ‘আগুনে শরীরের সামান্য অংশ পুড়েছে। এতে একজনের মৃত্যু হতে পারে না। এর মধ্যে কোনো রহস্য আছে। তা বের করার জন্য পুলিশকে অনুরোধ করছি।’   

সিআইডির পরিদর্শক স্বপন কুমার  বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঝিনাইদহ থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এসে আলামত সংগ্রহ করেছে। কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।’ 

কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম বলেন, ‘পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ