হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুমারখালীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভাতিজাকে কুপিয়ে জখম

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. হাফিজুর রহমান হাফিজের ভাতিজাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার সন্ধ্যায় পান্টি বাজার জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত মামুনুর রশিদ মঞ্জু (৫৩) বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর ও একটি দোকান থেকে নগদ এক লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। 

এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও পান্টি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ বলেন, ‘জেলা আওয়ামী লীগের জৈষ্ঠ্য সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর ও আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থী কামরুজ্জামান মান্নান মোল্লার নেতৃত্বে সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে হামলা হয়। আমার ভাতিজা মন্জুর ওপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে স্বপন, সাইফুল, আশরাফুল, লাহোরী, বায়োজিদ, রশিদসহ আরো ১০ থেকে ১২ জন। ভাতিজার মাথার বামপাশে কোপ লাগে, বাম পায়ে লাঠি দিয়ে পিটানো হয়েছে। সে গুরুতর আহত হয়েছে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ১২টা সেলাই লেগেছে।’ 

তিনি আরও বলেন, ‘নৌকা প্রার্থীর সমর্থকেরা আমাকে হত্যার উদ্দেশ্যে এসেছিল। আমাকে না পেয়ে ভাতিজাকে কুপিয়ে জখম করেছে। দুটি মোটরসাইকেল ভাঙচুর ও রেজাউলের তেলের দোকান থেকে প্রায় লাখ টাকা লুটপাট করেছে।’ কুপিয়ে জখমের ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন তিনি। 

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের জৈষ্ঠ্য সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর বলেন, ‘স্বপন, সাইফুল, লাহোরী এরা আমার সমর্থক। তবে তারা কারো ওপর হামলা করেনি। স্বতন্ত্র প্রার্থী বিএনপির সমর্থক, তাই মনগড়া অভিযোগ করছেন।’ 

তিনি আরও বলেন, ‘পান্টিতে এবার আওয়ামী লীগের মাঝে কোনো কোন্দল নেই। তাই বিএনপির প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চলছে। পরাজয়ের ভয়ে এমন অভিযোগ। তবে আমি শুনেছি সোমবার সন্ধ্যায় দাবড়া দাবড়ি হয়েছে। এ সময় পড়ে গিয়ে একজনের মাথায় আঘাত লেগেছে। কোপানোর ঘটনা জানা নেই।’

অভিযোগের বিষয়ে পান্টি ইউনিয়নের নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মান্নান মোল্লা বলেন, ‘আমরা কারো ওপর আক্রমণ করিনি। বর্তমানে সরকারের উন্নয়নের বার্তা নিয়ে ভোট প্রার্থনা করছি। আমি শান্তিপূর্ণভাবে ভোট করে যাচ্ছি।’ 

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘সোমবার রাতে পান্টি বাজারে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দিতে মাঠে কাজ করছে পুলিশ।’

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ