হোম > সারা দেশ > কুষ্টিয়া

পদ্মায় গোসলে নেমে নিখোঁজের ১৯ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শুক্রবার সকালে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকা মধ্যপাড়া পদ্মার চর এলাকায় এ ঘটনা। 

নিহত কিশোর মরিচা ইউনিয়নের ভূরকা মধ্যপাড়া পদ্মার চর এলাকার বারু মালিথার ছেলে আসলাম হোসেন (১৫)। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে সে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। 

লাশ উদ্ধারের কথা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম। তিনি বলেন, ‘কিশোরের লাশ সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করব। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে।’ 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য মনোয়ারা খাতুন জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আসলামসহ ১০-১২ জন কিশোর পদ্মায় গোসল করতে গিয়েছিল। গোসল শেষে সবাই উঠে এলেও আসলামকে না পেয়ে অন্য কিশোরেরা আসলামের বাবাকে খবর দেয়। 

স্থানীয়রা খোঁজাখুঁজি করে আসলামের সন্ধান না পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর আজ সকাল ৯টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার লাশ উদ্ধার করে বলে জানান ইউপি সদস্য মনোয়ারা খাতুন।

জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা

হত্যার হুমকি, ৩ মেয়ের দিকে খেয়াল রাখতে বললেন আমির হামজা

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ুমিছিল, কোকোর নাম বিকৃত করায় প্রতিবাদ

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির ভিডিও ভাইরাল, বিতর্ক

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ