হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

ইবি প্রতিনিধি 

এম এয়াকুব আলী। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এম এয়াকুব আলী পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার প্রশাসনিক পদে লোক নিয়োগকে কেন্দ্র করে উপাচার্যের কার্যালয়ে হট্টগোলের ঘটনায় আজ বুধবার দুপুরে তিনি পদত্যাগ করেন।

ড. এম এয়াকুব আলী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি অনেক আগে পরিবহন প্রশাসক পদ ত্যাগ করতে চেয়েছি। কিন্তু উপাচার্য নিজের স্বার্থে আমাকে দায়িত্ব পালন করে যেতে বলেছেন।’

উপাচার্য বরাবর পাঠানো পদত্যাগপত্রে এয়াকুব আলী বলেছেন, ‘আমি আনুমানিক চার মাস আগে পরিবহন প্রশাসক পদ ত্যাগ করি। কিন্তু অদৃশ্য কারণে আমার পদত্যাগপত্রটি নেওয়া হয়নি। এই পদে দায়িত্ব পালনে আমার কোনো স্বার্থ নেই। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমি দায়িত্বটি নিয়েছিলাম। আমি আপনাকে মৌখিকভাবে অনেকবার বলেছিলাম যে আমি এই দায়িত্ব পালন করতে আগ্রহী নই।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ড. এম এয়াকুব আলীকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছিল। এখানে আমার কোনো স্বার্থ নেই।’

উল্লেখ্য, গতকাল প্রশাসনিক পদে নিজেদের পছন্দের লোক নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও শিক্ষকদের মধ্যে দফায় দফায় হট্টগোল হয়। এ সময় সাংবাদিকেরা ভেতরে ঢুকতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়।

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ