হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়া পৌরসভার ৩ কাউন্সিলর আটক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার তিনজন ওয়ার্ড কাউন্সিলরকে আটক করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া পৌরসভা থেকে তাঁদের আটক করা হয়। আটক তিনজন হলেন, কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল হক মুরাদ, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম নজু ও ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছ কোরাইশী।

র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাবাউদ্দিন সওদাগর বলেন, আজ পৌরসভায় মাসিক মিটিং ছিল। মিটিংয়ে সব কাউন্সিলর উপস্থিত ছিলেন। এর মধ্যে কয়েকজন হাজিরায় স্বাক্ষর করে চলে যান। বেলা ৩টার দিকে মিটিং শেষ করে কাউন্সিলররা বের হলে র‍্যাব তিনজনকে আটক করে নিয়ে যায়। তবে তাঁদের কী কারণে নিয়ে গেছে, তা তিনি জানেন না বলে জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কাউন্সিলর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যুর ঘটনায় করা মামলায় কয়েকজন কাউন্সিলর আসামি হয়েছেন। তাঁরা আজকের মাসিক সভায় উপস্থিত হয়েছিলেন। তবে হাজিরা খাতায় স্বাক্ষর করে বেলা সাড়ে ১২টার দিকে তাঁরা চলে যান।

র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান বলেন, কুষ্টিয়া মডেল থানায় হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী বলেন, গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা

হত্যার হুমকি, ৩ মেয়ের দিকে খেয়াল রাখতে বললেন আমির হামজা

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ুমিছিল, কোকোর নাম বিকৃত করায় প্রতিবাদ

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির ভিডিও ভাইরাল, বিতর্ক

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ