হোম > সারা দেশ > কুষ্টিয়া

হামলা–নির্যাতনের স্মৃতিচারণা করে কাঁদলেন এমপি রউফ

কুষ্টিয়া প্রতিনিধি

ভোটের সময় হামলা–নির্যাতনের কথা স্মৃতিচারণা করে কাঁদলেন কুষ্টিয়া-৪ আসনের এমপি আব্দুর রউফ। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফকে হারিয়ে ওই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

আজ শনিবার কুমারখালী উপজেলার সুরভীকুঞ্জ কমিউনিটি সেন্টারে ওই আসনের পোলিং এজেন্টদের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে প্রায় ৪৩ সেকেন্ড ধরে কাঁদেন এমপি আব্দুর রউফ। 

তিনি বলেন, ‘সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ ও অত্যাচারীদের শত নির্যাতন সহ্য করে আপনারা আমাকে বিজয়ী করেছেন। আপনাদের ঋণ কোনো দিন ভুলব না। আপনাদের যেকোনো চাওয়া–পাওয়া পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ।’ 

আব্দুর রউফ আরও বলেন, ‘ভোটের দিন পোলিং এজেন্টদের সঠিকভাবে দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি। পোলিং এজেন্টরা চাইলেই নিরপেক্ষ ভোট উপহার দিতে পারেন।’ 
 
পোলিং এজেন্ট নাজমুল হোসেন তাঁর বক্তব্যে বলেন, ‘শক্তিশালী নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করতে গিয়ে আমরা হামলা, নির্যাতন, নিপীড়ন ও মামলার শিকার হয়েছি।’ তিনি এমপির কাছে মাসিক ভাতা প্রদানের দাবি জানান। 

এ সময় কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর প্রমুখ উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো এমন অনুষ্ঠানে ১০০টি ভোটকেন্দ্রের ৭৫৫ জন পোলিং এজেন্টসহ স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া–৪ আসনে ভোটের আগে–পরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের সমর্থকেরা বেশি হতাহত হয়েছেন। 
 
সর্বশেষ গত ১৩ মার্চ রাতে উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে মো. নান্নু (৪৫) নামে এক যুবক খুন হন। এর আগে ১৫ জানুয়ারি কুমারখালীতে দুপক্ষের হামলায় গুলিবিদ্ধ জিয়ার হোসেন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সে সময় নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ দাবি করেছিলেন, তাঁর পক্ষে ভোট করায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে।

জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা

হত্যার হুমকি, ৩ মেয়ের দিকে খেয়াল রাখতে বললেন আমির হামজা

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ুমিছিল, কোকোর নাম বিকৃত করায় প্রতিবাদ

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির ভিডিও ভাইরাল, বিতর্ক

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ