হোম > সারা দেশ > কুষ্টিয়া

বর্ধিত ফি কমানোসহ ৯ দফা দাবিতে উপাচার্যকে ইবি ছাত্রদলের স্মারকলিপি

ইবি প্রতিনিধি

ইবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

মেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ ৯ দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপাচার্যের কার্যালয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ এবং সদস্যসচিব মাসুদ রুমি মিথুন স্বাক্ষরিত স্মারকলিপিটি জমা দেন ছাত্রদলের নেতারা। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রদলের দাবিগুলো হলো—গণহত্যাকারী শেখ হাসিনার আমলে বিশ্ববিদ্যালয়ে সব ফি তিন গুণ বাড়ানো হয়েছিল। শিক্ষার্থীদের গলার কাঁটায় পরিণত হওয়া তিন গুণ বর্ধিত ফি কমানো, মেধার ভিত্তিতে হলের সিট প্রদান করা, গণহত্যাকারী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা সব স্থাপনার নাম দ্রুত পরিবর্তন করা এবং স্বৈরাচারীর দোসরদের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ করা।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে বিরোধিতাকারী সব শিক্ষক-কর্মকর্তাকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসা, বিগত স্বৈরাচার সরকারের শাসনামলে সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগের সুষ্ঠু তদন্ত করে অবৈধ নিয়োগ বাতিল, বিগত সরকারের শাসনামলে সব ধরনের উন্নয়নমূলক কাজ এবং নির্মাণ সরঞ্জাম ক্রয়ের সুষ্ঠু তদন্ত করা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সীমানা নির্ধারণ করতে হবে এবং পশ্চিম পাশে প্রধান ফটক নির্মাণ করতে হবে, ক্যাম্পাস সম্পূর্ণরূপে সিসি ক্যামেরার আওতাভুক্ত করতে হবে এবং জরুরি ভিত্তিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ