হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় সড়কে গাছ ফেলে বাসে ডাকাতি, হামলায় চালক আহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ শনিবার (২২ মার্চ) ভোরে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙা বটতৈল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি বাসের যাত্রীদের কাছ থেকে ডাকাতেরা টাকা ও মালপত্র লুটে নেয়।

এ সময় ডাকাতদের হামলায় বাসের চালক আমজাদ হোসেন আহত হয়েছেন। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বাসচালক আমজাদ হোসেন বলেন, ঢাকা থেকে তাঁদের বাসটি রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেয়। কুষ্টিয়া কাউন্টারে রাত সাড়ে ৩টায় যাত্রী নামিয়ে সেহরি শেষ করে যাত্রী নামাতে মেহেরপুর কাউন্টারে যাচ্ছিলেন। ভোররাত সাড়ে ৪টার দিকে সড়কে গাছ ফেলে এবং একটি ট্রাক আড়াআড়ি রাখা দেখে বাসের গতি কমিয়ে ফেলা হয়।

এ সময় আমজাদের বাসসহ কয়েকটি ট্রাক ও নসিমন আটকা পড়লে একদল মুখোশধারী ব্যক্তি জানালার গ্লাস ভেঙে বাসে ঢুকে গাড়ি থামাতে বলে। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। তাতে একটি আঙুল কেটে যায়। অস্ত্রের মুখে যাত্রী ও বাসের স্টাফদের মারধর করে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন, অন্যান্য মালামালসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

আমজাদ হোসেন বলেন, ‘বাসে পাঁচজন যাত্রী ও চারজন স্টাফ ছিলেন। এ সময় আটকে পড়া অন্য গাড়িগুলোতেও ডাকাতি হয়। ডাকাতের মারধরে আমি আহত হই। এ সময় হেলপার আমিনের সহযোগিতায় বাস ঘুরিয়ে কুষ্টিয়ার দিকে চলে আসি। ফিরে এসে আমি হাসপাতালে ভর্তি হই।’

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জেনেছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা

হত্যার হুমকি, ৩ মেয়ের দিকে খেয়াল রাখতে বললেন আমির হামজা

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ুমিছিল, কোকোর নাম বিকৃত করায় প্রতিবাদ

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির ভিডিও ভাইরাল, বিতর্ক

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ