হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিরুদ্ধে এককাট্টা শিক্ষকেরা

ইবি প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতি গুচ্ছ ভর্তি পরীক্ষায় না যাওয়ার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার শিক্ষক সমিতির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।  

বিবৃতিতে বলা হয়, প্রতিষ্ঠার পর এ বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া প্রশ্নাতীত। কিন্তু গুচ্ছ ভর্তি প্রক্রিয়া অধিকতর সহজ ও নির্বিঘ্ন হবে এমন প্রত্যাশায় ইসলামী বিশ্ববিদ্যালয় আগের ভর্তি প্রক্রিয়ার পরিবর্তে ২০২০-২১ ও শর্ত সাপেক্ষে ২০২১-২২ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। 

কিন্তু ২০২১-২২ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি প্রক্রিয়ার জটিলতা, ভোগান্তি ও দীর্ঘসূত্রতা বৃদ্ধি পেয়েছে। ফলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা নিয়ে জনমনে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তাই, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রক্রিয়ায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির শিক্ষার্থী ভর্তির পক্ষে সর্বসম্মত মতামত দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত বাস্তবায়নে একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে যুগোপযোগী শিক্ষার্থীবান্ধব প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য উপাচার্য বরাবর চিঠি দেওয়া হয়েছে। 

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার আজকের পত্রিকাকে বলেন, ‘গুচ্ছ প্রক্রিয়ায় যে আশা নিয়ে শুরু হয়েছিল, তার প্রতিফলন ঘটেনি। তাই আমরা এ পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।’ 

উল্লেখ্য, এর আগেও ইবি শিক্ষক সমিতি গুচ্ছের বিপক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনের চাপে সরে আসতে বাধ্য হয়। তবে এবার গুচ্ছে না যেতে শক্ত অবস্থান শিক্ষকদের।

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ