হোম > সারা দেশ > কুষ্টিয়া

ভ্যানচালকের ছদ্মবেশে অভিযান, হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

গ্রেপ্তার আসামি। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে ভ্যানচালকের ছদ্মবেশে অভিযান চালিয়ে জমিজমা-সংক্রান্ত বিরোধে চাচি হত্যা মামলার প্রধান আসামি এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুণ্ডি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল বিকেলে উপজেলার গোবরগাড়া এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে আসামি ও তার সহযোগীরা চাচি মাহাফুজা খাতুনকে (৪৬) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে ঘটনার পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে ২৮ এপ্রিল নিহতের ছেলে বাপ্পি হোসেন দৌলতপুর থানায় আলিমকে প্রধান আসামি এবং আরও সাতজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাধন কুমার মণ্ডল জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে ভ্যানচালকের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। পাশাপাশি মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ