হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়া সীমান্তে বিদেশি পিস্তল–গুলিসহ যুবক গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে বিদেশি পিস্তল–গুলিসহ যুবক গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তল–গুলিসহ জুয়েল রানা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার সিমান্তবর্তী ডিগ্রির চর এলাকা থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি অত্যাধুনিক পিস্তল, দুইটি ম্যাগজিন এবং এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

জুয়েল ওই এলাকার জাহাঙ্গির আলমের ছেলে এবং চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী।

আজ কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি দৌলতপুর উপজেলার ডিগ্রির চর এলাকায় একটি অস্ত্রের চালান হাত বদল হবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি সদস্যরা।

এ সময় জুয়েল রানাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তার হেফাজত থেকে একটি বিদেশি অত্যাধুনিক পিস্তল, দুইটি ম্যাগজিন এবং এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, এই বিষয়ে থানার অস্ত্র আইনে মামলার পর তাকে থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মাত্র আসামি পেয়েছি, মামলা হলে কারাগারে পাঠানো হবে।’

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ