হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ইয়াবা লালন উদ্দিন নামে যুবলীগের এক নেতাসহ তাঁর দুই সহযোগীকেও গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ৩৭ হাজার টাকাও জব্দ করা হয়। 

গতকাল শুক্রবার রাতে জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকা থেকে ২৪০টি ইয়াবাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার অন্য দুজন হলেন মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকার মাসুদ ও কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুরের সুজন আলী। 

গ্রেপ্তার যুবলীগের নেতা লালন উদ্দিন কুষ্টিয়ার সদর উপজেলার হাটশ-হরিপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি একই ইউনিয়নের নদীরকূল মাঠপাড়া এলাকার আরমান গাছীর ছেলে। 

হাটশ-হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ ফরাজী বলেন, ‘বিষয়টি আমি শুনেছি।’ ইউনিয়ন আওয়ামী লীগ বিব্রত কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একজন ব্যক্তির অপকর্মের দায় ইউনিয়ন আওয়ামী লীগ নেবে না। তাঁর দায় তাঁকেই নিতে হবে। দলীয়ভাবে তাঁর বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ 

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের মিরপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। 

জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা

হত্যার হুমকি, ৩ মেয়ের দিকে খেয়াল রাখতে বললেন আমির হামজা

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ুমিছিল, কোকোর নাম বিকৃত করায় প্রতিবাদ

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির ভিডিও ভাইরাল, বিতর্ক

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ