হোম > সারা দেশ > কুষ্টিয়া

ভেড়ামারার ৬ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ 

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করতে পরিদর্শনে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আজ শনিবার সকালে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন ইউএনও। এ সময় এক প্রাথমিক ও দুটি মাধ্যমিক বিদ্যালয়ের ছয়জন শিক্ষক নির্ধারিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত না হওয়ায় কারণ দর্শানোর জন্য প্রধান শিক্ষককে নির্দেশনা দেন। 

জানা গেছে, করোনা পরবর্তীতে শিক্ষার মান সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা পর্যবেক্ষণ করতে ইউএনও প্রতিদিনই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারের লাখ লাখ টাকা ব্যয়ে স্থাপিত কম্পিউটার ল্যাব ব্যবহার বা অকেজো হয়ে রয়েছে কিনা, শিক্ষকদের উপস্থিতির জন্য ডিজিটাল হাজিরা মেশিনে হাজিরা দেওয়া হচ্ছে কিনা বা রিপোর্ট দেখা বা বের করার সিস্টেমে সমস্যা রয়েছে কিনা এগুলো পর্যবেক্ষণ করছেন। এ ছাড়াও শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও বিদ্যালয়ের পরিচ্ছন্নতা ঠিক রাখতে স্কুল প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিদর্শনের দিন ছয়জন শিক্ষক নির্ধারিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত না হওয়ায় কারণ দর্শানোর জন্য প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে। 

ভেড়ামারা উপজেলা ইউএনও দীনেশ সরকার বলেন, আজ সকালে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করি। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত না হওয়ায় ছয়জন শিক্ষককে কারণ দর্শানোর জন্য প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে। 

নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ক্লাস যখনই থাকুক না কেন সরকারি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানে আসা, পেশার সঙ্গে মানানসই পোশাক পরিধান নিশ্চিত করা। এ ছাড়াও বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখার জন্য উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণকে অনুরোধ করেছি। পরিদর্শন অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার ৪টি আসন: ভোটার টানতে মরিয়া দুই দল

কুষ্টিয়ায় যুবককে গুলির পর কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

ঋণের টাকা শোধ না করায় গুলি করে হত্যা করা হয় রফিককে, গ্রেপ্তার ১

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

কুষ্টিয়ায় হেলমেটধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, আহত ২

শিক্ষকেরা আন্দোলনে, শিক্ষার্থীদের পরীক্ষা নিলেন অভিভাবকেরা

কুষ্টিয়ায় পুকুরে মিলল বৃদ্ধার গলা ও হাত-পা বাঁধা লাশ

কুষ্টিয়া সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

কুষ্টিয়ায় যুবককে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২