হোম > সারা দেশ > কুষ্টিয়া

গুচ্ছ ভর্তি পরীক্ষা: ইবি কেন্দ্রে পরীক্ষা দেবেন ১৫ হাজার ভর্তি-ইচ্ছুক

ইবি প্রতিনিধি

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন ১৫ হাজার ১০২ জন ভর্তি-ইচ্ছুক। ২৭ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এসব পরীক্ষা চলবে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে ‘ক’ ইউনিটে ৬ হাজার ৪৪২ জন, ‘খ’ ইউনিটে ৭ হাজার ২৪৬ জন এবং ‘গ’ ইউনিটে ১ হাজার ৪১৪ জন শিক্ষার্থী রয়েছেন। এ বছর সারা দেশে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন শিক্ষার্থী।

এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে ১০ দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ‘এ’ ইউনিটের জন্য ২৪-২৭ এপ্রিল, ‘বি’ ইউনিটের জন্য ১-৩ মে এবং ‘সি’ ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য ৯-১১ মে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

প্রসঙ্গত, এ বছর গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২২টি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। তাতে বিজ্ঞান শাখাভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষা আগামী ২৭ এপ্রিল, মানবিক শাখাভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষা ৩ মে এবং ব্যবসায় শিক্ষা শাখাভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা ১০ মে অনুষ্ঠিত হবে।

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ