কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে আব্দুল্লাহ (৩) এবং রাকিবুল হাসান (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ২টায় ও বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কিশামত প্রাণকৃষ্ণ এবং ভাঙ্গামোড় গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আবদুল্লাহ কিশামত প্রাণকৃষ্ণ গ্ৰামের আশরাফুল আলমের ছেলে এবং রাকিবুল ভাঙ্গামোড় গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
মৃতের পরিবার জানায়, আব্দুল্লাহর মা তাকে নিয়ে স্থানীয় ভদের বাজার-কুটিবাড়ি মডার্ন রাস্তার পাকা সেতুর ওপর ধান শুকানোর জন্য যান। ওই স্থানে একটি
ভ্যানগাড়ির ওপর ছেলেকে বসিয়ে রেখে ধান শুকানোর কাজে ব্যস্ত হয়ে পড়েন তিনি। ভ্যানের ওপর খেলার একপর্যায়ে ভ্যানটি উল্টে রাস্তার পাশে ডোবার পানিতে পরে যায়। রাস্তায় থাকা অপর একটি শিশু দেখেতে পেয়ে চিৎকার করলে শিশুটির মা দৌড়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। এরপর হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর শিশুটি মারা যায়।
অন্যদিকে রাকিবুলকে নিয়ে তার চাচাতো বোন বাড়ির পাশের ডোবায় গোসল করতে যান। তাকে গোসল করিয়ে ওপরে দাঁড় করিয়ে রেখে নিজে গোসল করতে নামেন। গোসল সেরে ওপরে উঠে দেখেন সে নেই। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা বাড়ির উত্তরের ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী ও ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান যথাক্রমে হারুন অর রশীদ হারুন এবং মোহাম্মদ আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।