হোম > সারা দেশ > কুড়িগ্রাম

জাতীয় বিশ্ববিদ্যালয়: উলিপুরে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ (বিএ ও বিএসএস) ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ডিগ্রি পর্যায়ে ফরম পূরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি সর্বোচ্চ ২ হাজার টাকা। কিন্তু বিভিন্ন অজুহাত দেখিয়ে শিক্ষার্থীপ্রতি ৫ হাজার ৭৫০ টাকা করে আদায় করা হচ্ছে। উপজেলার পাঁচপীর ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটেছে।

পাঁচপীর ডিগ্রি কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, কোন শিক্ষার্থী কত টাকা দিয়ে ফরম পূরণ করবে, তা কলেজের নোটিশ বোর্ডে নাম ও রেজিস্ট্রেশন নম্বরসহ টাঙিয়ে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী সবার কাছে ৫ হাজার ৭৫০ টাকা করে আদায় করা হচ্ছে। যেহেতু আমাদের পরীক্ষা দিতেই হবে তাই বাধ্য হয়ে দ্বিগুণের বেশি টাকা দিয়ে ফরম পূরণ করতে হচ্ছে। অনেক শিক্ষার্থী কিছু টাকা কম নেওয়ার জন্য অনুরোধ করলেও শিক্ষকেরা কোনো কথাই শোনেনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাঁচপীর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজয় কুমার সরকার কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে ইউএনও আতাউর রহমান বলেন, ‘এ রকম কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু