হোম > সারা দেশ > কুড়িগ্রাম

মেডিকেলে ভর্তি

স্বপ্ন অনিশ্চিত মাজেদুলের

কুড়িগ্রাম প্রতিনিধি 

মাজেদুল ইসলাম মিজু

বাবা কাঠমিস্ত্রি। এখন বার্ধক্যের কারণে নিয়মিত রোজগার করতে পারেন না। সংসারের অভাব ঘোচাতে মা অন্যের বাড়িতে কাজ করেন। এমন পরিবারের সন্তান মাজেদুল ইসলাম মিজু এ বছর সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে আর্থিক সংকটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে নেওয়া।

মাজেদুলের বাড়ি কুড়িগ্রাম পৌর শহরের করিমের খামার গ্রামে। বাবা মো. আবুল হোসেন ও মা মোছা. মর্জিনা বেগম।

কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে গত বছর এইচএসসি পাস করা মাজেদুল বলেন, ‘মাগুরা মেডিকেল কলেজে পড়ার সুযোগ মিলেছে। কিন্তু ভর্তির টাকাসহ আনুষঙ্গিক খরচ মেটানোর সামর্থ্য নেই। অন্যের সহযোগিতা ছাড়া আমার মেডিকেলে পড়া সম্ভব নয়। ভর্তি নিয়েই অনিশ্চয়তায় আছি।’

মাজেদুলের মা মর্জিনা বলেন, ‘কাইয়ো (কেউ) সাহায্য-সহযোগিতা করলে ছেলেটা পড়বার পাইলো হয়।’

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন বলেন, ‘মাজেদুল মেধাবী শিক্ষার্থী। মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে তার মেধার প্রমাণ দিয়েছে। কিন্তু তার পরিবার অত্যন্ত দরিদ্র। সমাজের সামর্থ্যবানেরা এগিয়ে এলে সে স্বপ্ন পূরণ করতে পারবে। একদিন চিকিৎসক হয়ে দেশের মানুষকে চিকিৎসাসেবা দিতে পারবে।’

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩