হোম > সারা দেশ > কুড়িগ্রাম

শিশু শ্যালিকা হত্যার অভিযোগ দুলাভাই গ্রেপ্তার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শ্যালিকা হত্যার অভিযোগে দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আব্দুল গনি নাগেশ্বরী উপজেলার আশকর নগর গ্রামের বাসিন্দা। নিহত শ্যালিকা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হাফছা আকতার খুশি একই গ্রামের বাবু মিয়ার কন্যা। 

খুশির পরিবারের অভিযোগ, গতকাল রোববার বিকেলে খুশির শয়নকক্ষে তাকে হত্যা করা হয়। পরে নাগেশ্বরী থানা-পুলিশ রাতে মরদেহ উদ্ধার ও দুলাভাই আব্দুল গনিকে আটক করে থানায় নিয়ে যায়। আজ সোমবার সকালে খুশির বাবা বাদী হয়ে আব্দুল গনিকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এর আগে পুলিশের কাছে এ হত্যার দায় স্বীকার করেন আব্দুল গনি। 

মামলা সূত্রে জানা গেছে, আব্দুল গনির সঙ্গে ৪ সেপ্টেম্বর খুশির চাচাতো বোন আঞ্জুয়ারা বেগমের বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুল গনি। শ্বশুরবাড়িতে রাতে ঘুমানোর জায়গা কম থাকায় তিনি তাঁর স্ত্রীকে নিয়ে খুশিদের বাড়িতে থাকতেন। এ সময় একদিন স্বামী-স্ত্রীকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলায় রাগে খুশিকে মারধরের পরিকল্পনা করেন গনি। পরিকল্পনামোতাবেক রোববার বিকেলে খুশিকে একা পেয়ে ঘরে ডেকে নিয়ে বিছানায় ফেলে শ্বাসরোধে হত্যা করেন তিনি। পরে বিষয়টি ভিন্ন খাতে পরিচালিত করতে খুশির মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন গনি। 

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান জানান, ‘সোমবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার আব্দুল গনিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’ 

উল্লেখ্য, খুশির বাবা বাবু মিয়া ঢাকায় একটি প্লাস্টিক কারখানায় কাজ করেন। পারিবারিক কলহের জেরে তিন মাস আগে খুশির মা বাবার বাড়ি চলে যান। সেই থেকে আশকরনগর গ্রামের ফুফুর বাড়িতে তিন বোনসহ থাকত খুশি। 

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি