হোম > সারা দেশ > কুড়িগ্রাম

প্রধান শিক্ষককে পেটানো সেই আ.লীগ নেতার নামে মামলা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে প্রধান শিক্ষককে পেটানোর ঘটনায় আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শনিবার বিকেলে ভুক্তভোগী শিক্ষক নুরুন্নবী বাদী হয়ে মামলা করেন। 

মামলায় উপজেলা আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকনসহ দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। রোকন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক। 

ভুক্তভোগী উপজেলার ফুলকারচর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নবী বলেন, ‘আমার ওপর অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’ 

ফুলকারচর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শুকুর মাহমুদ বলেন, ‘বিদ্যালয়ের কমিটি গঠনের কাজে শিক্ষা অফিসে গিয়েছিলেন প্রধান শিক্ষক নুরুন্নবী। তাঁকে অন্যায়ভাবে তুলে নিয়ে মারপিট করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।’ 

রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রৌমারী সি জি জামান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা বলেন, ‘এটা ন্যক্কারজনক ঘটনা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না।’ 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার বলেন, ‘প্রধান শিক্ষককে পেটানোর ঘটনায় রোকনুজ্জামান রোকনসহ দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের নামে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে শিক্ষক নুরুন্নবী ও তাঁর বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুর রশিদকে সঙ্গে নিয়ে উপজেলা শিক্ষা অফিসে যান। বেলা ১টার দিকে শিক্ষা অফিসে কাজ শেষে উপজেলা চত্বরে এলে রোকনুজ্জামান ও তাঁর লোকজন তাঁকে উঠিয়ে নিয়ে পলি পরিবহন কাউন্টারে আটকে রাখেন। পরে আওয়ামী লীগ নেতা রোকনের মোটরসাইকেলে তুলে নিয়ে রৌমারী সি জি জামান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রার বিদ্যালয়ের অফিস কক্ষে নেন। আবু হোরায়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেখানে রোকনুজ্জামান শিক্ষক নুরুন্নবীকে এলোপাতাড়ি চড়থাপ্পড় ও কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে আবু হোরায়রা চেয়ার থেকে উঠে রোকনকে অফিস কক্ষ থেকে বের করে দেন। পরে ওই বিদ্যালয়ে অন্য শিক্ষক ও উপস্থিত লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই দিন রাতেই ভুক্তভোগী শিক্ষক নুরুন্নবী বাদী হয়ে আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকনসহ দুজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দেন।

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩