কুড়িগ্রামের ফুলবাড়ীতে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নুর আলম ইসলাম (১৯) নামের এক তরুণের বিরুদ্ধে। আজ রোববার সকালে ভুক্তভোগী শিশুর বাবা বাদী থানায় মামলা করেছেন।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই উপজেলায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত তরুণ ওই উপজেলার বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে নুর আলম তাঁর বোন জামাইয়ের বাড়িতে বেড়াতে যান। ভুক্তভোগী শিশুর মা সাংসারিক কাজ সেরে তার পোষা ছাগল আনতে মাঠে যান। এ সময় শিশুটি বাড়ির উঠানে খেলছিল। নুর আলম বাড়ি ফাঁকা পেয়ে নিজের মোবাইল ফোনে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে শিশুটিকে বোন জামাইয়ের বাড়িতে নিয়ে যায়। মুখ চেপে ধরে ধর্ষণ করে। শিশুটি যন্ত্রণায় কেঁদে উঠল সে পালিয়ে যায়।
এদিকে ছাগল নিয়ে বাড়িতে ফিরলে মা তাঁর মেয়ের কান্না শুনে কোলে করে বাড়িতে আসেন। কান্নার কারণ জানতে চাইলে শিশুটি তার রক্তাক্ত লজ্জাস্থান দেখায়। আলম এ অবস্থা করেছে বলে। শিশুটির মা বিষয়টি তাঁর শাশুড়িকে জানান। তাৎক্ষণিক বউ-শাশুড়ি মিলে স্থানীয় পল্লি চিকিৎসককে ডেকে আনেন। শিশুটির অবস্থা গুরুতর দেখে পল্লি চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নেওয়ার পরামর্শ দেন। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নিবিড় পরিচর্যার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান। সেখানে গাইনী ওয়ার্ডে ভর্তি শিশুটি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃঞ্চ দেবনাথ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।