হোম > সারা দেশ > কুড়িগ্রাম

রৌমারীতে ঝড়ের আঘাতে নিহত ১

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে গতকাল মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড়ের আঘাতে ছবিয়া খাতুন (৪৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। ঝড়ে ঘরবাড়ি, গাছ-গাছালি, বৈদ্যুতিক তার, খুঁটি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। নিহত ও আহতদের বাড়ি পরিদর্শন করেছেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান।

নিহত ছবিয়া খাতুন উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী (ভিটাপাড়া) গ্রামের দুলাল হোসেনের স্ত্রী। আহতরা হলেন—একই গ্রামের শাহাদৎ হোসেন (৫৫), লালবানু (৩৫), লালকুড়া গ্রামের নুর হোসেন (৩৫), আব্দুল হাই (৪০), লুৎফর রহমান (৪৫), মরিয়ম (৩৫), ফরিজল (৪৫), আছমা খাতুন (৩৫), হনুফা (২৫), মিনহাজ (৪০), হারিজ (২৮)। বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর গ্রামের মামুন মিয়া (৪৩)। 

নিহত ছবিয়ার স্বামী দুলাল হোসেন বলেন, ‘আকাশ খারাপ দেখে আমরা বাড়ির উঠানে রাখা ভুট্টা ঘরে তুলছিলাম—এমন সময় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একটি গাছ ভেঙে আমাদের ওপর পড়ে। এতে আমার স্ত্রী মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।’ 

বকবান্দা নামাপাড়া গ্রামের ফজর আলী বলেন, ‘অনেক কষ্টে টাকা জমিয়ে একটি নতুন বাড়ি বানিয়েছিলাম। গতকাল সন্ধ্যায় মিলাদ মাহফিল করা হয়। খাওয়া-দাওয়া শেষ হয়নি এমন সময় প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে আমার নতুন বাড়ি উড়িয়ে নিয়ে গেছে। চালের একটি টিনেরও খোঁজ পাইনি। এখন কীভাবে থাকব, কী দিয়ে ঘর তুলব, এই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছি।’ 

ফজর আলী আক্ষেপ করে বলেন, ‘হায়রে কপাল! নতুন বাড়িতে একটি রাতও থাকা হলো না আমার।’ 

রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ‘উপজেলার রৌমারী সদর, বন্দবেড় ও যাদুরচর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ৪টি বাড়ি নিশ্চিহ্ন, প্রায় ৩ শতাধিক ঘর ভেঙে গেছে, উল্টে গেছে ৫টি বৈদ্যুতিক খুঁটি, ৫৭ স্থানে তার বিচ্ছিন্ন হয়েছে। বোরো ধান, ভুট্টাসহ বিভিন্ন ফসল ও গাছ-গাছালির ব্যাপক ক্ষতি হয়েছে। আনুমানিক ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ 

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘আমি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। নিহত পরিবারকে ৫ হাজার টাকা ও ৫০ কেজি চাল দেওয়া হয়েছে। যে ৪টি বাড়ি নিশ্চিহ্ন হয়েছে, তাদের প্রাথমিকভাবে চাল ও ৬টি তাবু দেওয়া হয়েছে।’ 

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩