হোম > সারা দেশ > কুড়িগ্রাম

প্রকাশ্যে ব্যবসায়ীকে কোপানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে এক ওষুধ ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উলিপুর বণিক সমিতির আয়োজনে পৌর শহরের গবা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শহরের সকল দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা।

 মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারসহ ব্যবসায়ীদের ওপর হামলা ও নির্যাতন বন্ধের দাবি জানান। সমাবেশে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, ‘সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করা না হলে সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’

 মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন—উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সহ সভাপতি ইকবাল হোসেন চাঁদ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন মণ্ডল দুল, সহসাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী, কার্যকারী সমিতির সদস্য স. ম আল মামুন সবুজ প্রমুখ। প্রতিবাদ সভা সঞ্চালনা করেন বণিক সমিতির ক্রীড়া সম্পাদক লক্ষণ সেনগুপ্ত। 

উল্লেখ্য, গত শনিবার বিকেলে পৌর শহরের থানা মোড়ের গিনি ফার্মেসি নামক ওষুধ দোকানের সামনে ওষুধ ব্যবসায়ী আলমগীর হোসেনের ওপর ফিল্মি কায়দায় পেছন থেকে চাপাতি দিয়ে কোপানো হয়। এতে ওই ওষুধ ব্যবসায়ী গুরুতর আহত হন। বর্তমানে তিনি কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হামলার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে উঠে। ঘটনার পরদিন ওই আহত ব্যবসায়ীর স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এদিকে ঘটনার ৫ দিন পেড়িয়ে গেলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। 

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩