হোম > সারা দেশ > কুড়িগ্রাম

চিলমারীতে ব্রহ্মপুত্রের ভাঙন, হুমকিতে ৬ শতাধিক বাড়িঘর

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে। ইতিমধ্যে উপজেলার কয়েকটি এলাকার প্রায় ৪০টি পরিবারের বাড়িঘর নদে বিলীন হয়ে গেছে। এমন অবস্থায় নতুন করে ভাঙন-আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। অনেকে স্থানান্তর করছেন ঘর।

স্থানীয়রা জানান, উপজেলার চিলমারী ইউনিয়নের শাখাহাতি, করাই বরিশাল, বৈলমন দিয়ারখাতা, ও নয়ারহাট ইউনিয়নের বজরাদিয়ার খাতা এলাকায় কয়েক দিনে ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হয়েছে প্রায় ৪০টি পরিবারে বাড়িঘর। হুমকির মুখে রয়েছে ছয় শতাধিক বাড়িঘর। 
 
চিলমারী ইউনিয়নের শাখাহাতি এলাকার মিষ্টার আলী আবুল হোসেন বলেন, ‘আমাদের ব্রহ্মপুত্র নদের ভাঙনে তিনটি ঘর ও ফসলি জমি বিলীন হয়েছে। এখন বিপদে আছি।’ 

স্থানীয় বাসিন্দা মেহেদী মিয়া বলেন, যেভাবে নদের পাড় ভাঙছে, তা অব্যাহত থাকলে চিলমারী ইউনিয়ন বিলীন হয়ে যাবে। 

চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমার ইউনিয়নে যেভাবে নদের ভাঙন হচ্ছে, এতে ইউনিয়নটি শিগগির বিলীন হয়ে যাবে। ভাঙন রোধের জন্য আমি সরকারের কাছে হস্তক্ষেপ কামনা করছি।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাফিউল আলম বলেন, ‘আমি আপনার কাছে এমাত্র শুনলাম, সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, কুড়িগ্রামের নদ-নদীর পানি ধীরগতিতে বাড়ছে। তবে বড় ধরনের বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নেই। 

জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের দেওয়া তথ্যমতে, কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় ১৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদ-নদীর পানি বাড়ছে।

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩