হোম > সারা দেশ > কুড়িগ্রাম

নিখোঁজের দুই দিন পর গমখেতে মিলল তরুণীর মরদেহ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে নিখোঁজের দুই দিন পর রেখা খাতুনের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন ওই তরুণী। পুলিশের দাবি, ওই তরুণীকে হত্যা করা হয়েছে। 

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রৌমারী থানায় অজ্ঞাতনামা আসামি করে এজাহার দায়ের করেছেন। নিহতের পরিবারের দাবি, রেখা খাতুনকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর নামক এলাকার ব্রহ্মপুত্র চরের গমখেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

রেখা খাতুন উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আবুল হাশেমের মেয়ে। 

পুলিশ ও নিহতের পরিবার বলছে, গত শনিবার রাত ১২টার দিকে মা হাফিজার ব্যবহৃত মোবাইল ফোন চেয়ে নেন রেখা খাতুন। এর পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার বেলা ১১টার দিকে জানতে পান ব্রহ্মপুত্রের চরে গমখেতে গলায় ওড়না প্যাঁচানো এক তরুণীর মরদেহ পড়ে আছে। খবর পেয়ে নিহতের ছোট ভাই উমর ফারুক ঘটনাস্থলে গিয়ে তাঁর বোন বলে শনাক্ত করে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। 

নিহত তরুণীর বাবা আবুল হাশেম বলেন, ‘যারা আমার মেয়েকে হত্যা করেছে, দ্রুত তাদের খুঁজে বেড় করে আইনের আওতায় আনা হোক।’ 
 
এ বিষয়ে বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘লোক মারফত খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।’ 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে এজাহার দায়ের করেছেন।’ 

ওসি আরও বলেন, ‘ওই তরুণীকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত করলে প্রকৃত রহস্য উদ্‌ঘাটন হবে। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।’ 

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান