হোম > সারা দেশ > কুড়িগ্রাম

মোটরসাইকেল দিয়ে ধাক্কা, ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেল দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষ্মীমোড় ও গুমটিঘর এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, বিকাশকর্মী শুভ কুমার রায় ও বিদ্যুৎ চন্দ্র বর্মণ ১৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে সোনাহাটের দিকে যাচ্ছিলেন। পথে আরেকটি মোটরসাইকেল তাঁদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান। তখন বিকাশের ওই দুই কর্মী গুরুতর আহত হন। 

শুভ কুমার রায় ও বিদ‍্যুৎ চন্দ্র বর্মণ বলেন, ‘লক্ষ্মীমোড় ও গুমটিঘরের মাঝামাঝি পৌঁছলে পেছন দিক থেকে একটি মোটরসাইকেল এসে আমাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়, এতে আমরা রাস্তায় পড়ে যাই। আমাদের ব্যাগে বিকাশের ১৫ লাখ টাকা ছিল। ওই সময় ধাক্কা দেওয়া মোটরসাইকেলের তিনজন আরোহীর দুজন নেমে এসে টাকার ব‍্যাগ নিয়ে পালিয়ে যায়।’ 

বিকাশ এজেন্ট মেসার্স জনতা ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সাদাত মো. সায়েম আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাইয়ের খবর শোনা মাত্রই ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চাওয়া হয়।’ 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের একাধিক টিম কাজ করছে।

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি