কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালুবোঝাই ট্রাক্টরের চাপায় নায়েব আলী (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খরিবাড়ী-বাবুপাড়া সড়কের খোলাহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নায়েব আলী উপজেলার ভাঙ্গামোড় গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বাবুর বাজার এলাকার আব্দুর রশিদ ব্যাপারী ও বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, ভাঙ্গামোড়ের খোলাহাট বাজার থেকে বালুবোঝাই ট্রাক্টরটি খরিবাড়ী হাটের দিকে যাচ্ছিল। এ সময় ওই বৃদ্ধ খোলাহাট থেকে ভাঙ্গামোড়ে তাঁর বাড়িতে ফিরছিলেন। পথে বাবুপাড়া এলাকায় ট্রাক্টর তাঁকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।