হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে রাস্তা পেরোবার সময় ট্রাকের চাপায় পল্লি চিকিৎসক নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ট্রাক চাপায় আব্দুল মতিন (৪৮) নামে এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের হেনাইজের তল নামক স্থানে কুড়িগ্রাম-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এটিএম শিফাতুল মাজদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল মতিন সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাস্টারের হাট গ্রামের বদিউজ্জামানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বেলা পৌনে ১১টার দিকে আব্দুল মতিন একটি অটোরিকশায় চেপে হেনাইজের তল নামক স্থানে সরকারি বীজ ভান্ডারের কাছে পৌঁছান। অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে দ্রুতগতিতে স্থান ত্যাগ করে।

কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিফাতুল মাজদার বলেন, ‘ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবার কোনো অভিযোগ দেবে না বলে জানিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রাথমিকে মিড ডে মিল: শুরুতেই গলদ, সুফল নিয়ে শঙ্কা