হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে নির্বাচনী সহিংসতায় পুলিশের ছোড়া বুলেটে আহত ৪ 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকের ছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র ফেডারেশন সেন্টারে পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে ৪ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন-আলতাফ (৫০), আজিজুল হক (৪৫), রাফি (৩৫) ও শামসুল ইসলাম (৪৯)। 

এ বিষয়ে স্থানীয়রা জানান, আজ সন্ধ্যায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় একজনের চোখে এবং কয়েকজনের পায়ে বুলেট লাগে। 

ভূরুঙ্গামারী হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, জরুরি বিভাগে ৮ ব্যক্তি চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁদের মধ্যে দুজন চোখে আঘাত নিয়ে এসেছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া দুজনের পায়ে ক্ষত রয়েছে। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন। অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 
 
বুলেট ছোড়ার বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। 

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি