হোম > সারা দেশ > কুড়িগ্রাম

৬২ কেজির বাগাড় মাছ লাখ টাকায় বিক্রি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ব্রহ্মপুত্র নদে জেলের বর্শিতে ধরা পড়া ৬২ কেজি ওজনের একটি বাগাড় মাছ প্রায় ১ লাখ টাকায় বিক্রি হয়েছে। আজ শুক্রবার সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর বাজারে মাছটি কেটে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

মাছটি গতকাল বৃহস্পতিবার চিলমারীর ব্রহ্মপুত্র নদে জেলের বর্শিতে ধরা পড়ে। পরে নাগেশ্বরী উপজেলার বানুরখামার এলাকার মাছ ব্যবসায়ী মালিক হানিফ আলী ৫০ হাজার টাকায় কিনে রাতে নাগেশ্বরীতে নিয়ে আসেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নাগেশ্বরী বাসস্ট্যান্ডের এশিয়া মার্কেটে মাছটি নিয়ে আসা হলে সেটি দেখতে মানুষের ভিড় জমে যায়। সবাই মাছটি দেখে বিস্ময় প্রকাশ করেন।

মাছ ব্যবসায়ী হানিফ বলেন, ‘চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বৃহস্পতিবার বিকেলে বর্শিতে মাছ ধরেছেন এক স্থানীয় জেলে। তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকায় মাছটি কিনি। দাম বেশি তাই ক্রেতা কম। শুক্রবার সকালে পৌর বাজারে মাছটি কেটে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেন। বিক্রি হয় ৯৯ হাজার ২০০ টাকায়।’

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, এ ধরনের বড় মাছ ধরার খবর শুনেছি। ব্রহ্মপুত্র নদে অনেক বড় বড় মাছ আছে। মাঝেমধ্যে বিভিন্ন জাতের বড় মাছ ধরার খবর আসে। এতে বোঝা যায় এই জেলার নদ-নদী এখনো মৎস্যসম্পদে সমৃদ্ধ।

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩