হোম > সারা দেশ > কুড়িগ্রাম

‘মানসিক অবসাদে’ পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে গলায় রশি পেঁচিয়ে আব্দুর রহিম (৩৮) নামের এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি মানসিকভাবে বিষাদগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ মঙ্গলবার তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ টাপুরচর গ্রামে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত পুলিশ কনস্টেবল আব্দুর রহিম উপজেলার দক্ষিণ টাপুরচর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি জামালপুর সদর থানার ২ নম্বর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। 

আব্দুর রহিমের ছোট ভাই জিয়াউর রহমান বলেন, তাঁর বড় ভাই জামালপুর সদর থানার ২ নম্বর পুলিশ ফাঁড়িতে মানসিক বিষাদে ভুগছিলেন। পরে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাঁদের বিষয়টি জানালে গত ১৮ মার্চ ২৮ দিনের ছুটি নিয়ে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু সোমবার বিকেল ৫টার দিকে তাঁর নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পুলিশকে খবর দিলে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

আব্দুর রহমানের স্ত্রী সাবিনা ইয়াসমিন শিল্পী বলেন, বেশ কিছুদিন ধরে তাঁর স্বামী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। আব্দুর রহমান আত্মহত্যার পথ বেছে নেবেন সেটি কখনোই ভাবেননি তিনি। পরিবারের অজান্তে এ কাজ করেছেন তাঁর স্বামী। তাঁদের সংসারে তিনটি মেয়ে সন্তান রয়েছে। প্রায় ১৮ বছর ধরে পুলিশে কর্মরত ছিলেন আব্দুর রহমান। 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে আব্দুর রহিম নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। রাত ৯টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজ সকালে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, তাঁর পরিবারের লোকজন জানিয়েছেন, আব্দুর রহমান মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন। 

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩