হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে মাদক ধর্ষণ ও খুনের আসামি মফিজুল গ্রেপ্তার

প্রতিনিধি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের মাদক ব্যবসায়ী, গণধর্ষণ ও জোড়া খুনের আসামি মফিজুল ইসলাম (৩৮) ও তার সহযোগী মেজবাকে (৩৪) গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার মাঝরাতে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পূর্ব কল্যাণ এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। আসামি মফিজুলের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেলগাছা ইউনিয়নের পূর্ব কল্যাণ এলাকা থেকে তাঁদের মাদকসহ গ্রেপ্তার করে।

আসামি মফিজুল সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের সরাভোগরাম এলাকার আব্দুল জব্বারের ছেলে। অপরদিকে আসামি মেজবা একই উপজেলার মোগলবাসা ইউনিয়নের সেনেরখামার গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। মফিজুলের বিরুদ্ধে মাদক ব্যবসা, গণধর্ষণ ও জোড়া খুনসহ ৭টি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় আসামিদের কাছে হেরোইন, হেরোইন মাপার ডিজিটাল মেশিন ও একটি মোটর সাইকেলসহ তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। আসামি মফিজুল শহরের কেতার মোড়ে রেল ব্রিজ সংলগ্ন সেচপাম্পের কাছে চাঞ্চল্যকর কিশোর-কিশোরী হত্যা ও গণধর্ষণ মামলার একজন চিহ্নিত আসামি।

পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ব্যাপারে পুলিশ কঠোর ভূমিকা পালন করছে। মাদক ব্যবসায়ীদের প্রতি কোন ছাড় নয়।

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু