হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে মাদক ধর্ষণ ও খুনের আসামি মফিজুল গ্রেপ্তার

প্রতিনিধি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের মাদক ব্যবসায়ী, গণধর্ষণ ও জোড়া খুনের আসামি মফিজুল ইসলাম (৩৮) ও তার সহযোগী মেজবাকে (৩৪) গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার মাঝরাতে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পূর্ব কল্যাণ এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। আসামি মফিজুলের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেলগাছা ইউনিয়নের পূর্ব কল্যাণ এলাকা থেকে তাঁদের মাদকসহ গ্রেপ্তার করে।

আসামি মফিজুল সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের সরাভোগরাম এলাকার আব্দুল জব্বারের ছেলে। অপরদিকে আসামি মেজবা একই উপজেলার মোগলবাসা ইউনিয়নের সেনেরখামার গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। মফিজুলের বিরুদ্ধে মাদক ব্যবসা, গণধর্ষণ ও জোড়া খুনসহ ৭টি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় আসামিদের কাছে হেরোইন, হেরোইন মাপার ডিজিটাল মেশিন ও একটি মোটর সাইকেলসহ তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। আসামি মফিজুল শহরের কেতার মোড়ে রেল ব্রিজ সংলগ্ন সেচপাম্পের কাছে চাঞ্চল্যকর কিশোর-কিশোরী হত্যা ও গণধর্ষণ মামলার একজন চিহ্নিত আসামি।

পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ব্যাপারে পুলিশ কঠোর ভূমিকা পালন করছে। মাদক ব্যবসায়ীদের প্রতি কোন ছাড় নয়।

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি