হোম > সারা দেশ > কুড়িগ্রাম

নির্দোষ ভাইকে বাঁচাতে প্রকৃত হত্যাকারীর আত্মসমর্পণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদর এলাকার জলিল বিড়ি ফ্যাক্টরিতে বিড়িশ্রমিক মাঈদুল ইসলাম বাপ্পি (২০) হত্যাকাণ্ডের একমাত্র অভিযুক্ত অপর বিড়িশ্রমিক খোকন ইসলাম (২৭) আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ রোববার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন আলি অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার। 

পুলিশ বলছে, গত শুক্রবার খোকনের ছোট ভাই রিপনের কাছ থেকে খোকনের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এ সময় তাঁর ছোট ভাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এ খবর অভিযুক্ত খোকনের কাছে পৌঁছালে তিনি রোববার আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলায় খোকন ইসলাম একমাত্র আসামি। 

উল্লেখ্য, গত ৩০ মে বিকেলে জেলা শহরের পুরোনো রেলস্টেশন এলাকায় জলিল বিড়ি কারখানায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক বাপ্পিকে হত্যার অভিযোগ ওঠে আরেক বিড়ি শ্রমিক খোকন ইসলামের বিরুদ্ধে। নিহত বাপ্পি কুড়িগ্রাম পৌরসভার মাটিকাটা মোড় এলাকার খাদেম আলীর ছেলে। তিনি কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। অভিযুক্ত খোকন ইসলাম একই এলাকার মৃত বোবা নজিরের ছেলে। তারা দুজনই বিড়ি ফ্যাক্টরিতে কাজ করতেন। ঘটনার পর ফ্যাক্টরি থেকে পালিয়ে যান খোকন। পরে এ ঘটনায় নিহত বাপ্পির মা বাদী হয়ে খোকনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। 

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি