হোম > সারা দেশ > কুড়িগ্রাম

জামায়াতের ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার দেখাল পুলিশ, বিভিন্ন মামলায় গ্রেপ্তার আরও ১২

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে গতকাল রোববার সকালে মিছিল শুরু করার সময় আটক জামায়াতের ১৯ নেতা-কর্মীকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে গতকাল সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় জেলার বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আজ সোমবার জেলা পুলিশ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সদর থানায় ৯ জন ও উলিপুর থানায় ১০ জন জামায়াত নেতা-কর্মী রয়েছেন। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে। গ্রেপ্তার সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, জননিরাপত্তা বিবেচনায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। টেকসই নিরাপত্তা, জনগণের জানমাল রক্ষা ও অপরাধ নির্মূলে জেলা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন বলেন, গতকাল রোববার সকালে কেন্দ্রঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের সময় জেলা সদরের যতিনেরহাট এলাকা থেকে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী ইয়াছিন আলী সরকারসহ ১৯ নেতা-কর্মীকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। এটা আওয়ামী সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। অনতিবিলম্বে তাঁদের মুক্তির দাবি জানান জামায়াতের এই নেতা।

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু